মেট্রো রেলের কামরায় সাপ, আতঙ্কিত যাত্রীরা
মেট্রো রেলের কামরায় যাত্রীদের ভিড়ে সে যে কীভাবে প্রবেশ করল সেটাই বড় প্রশ্ন। কিন্তু দিব্যি সে কামরায় চলে বেড়ালো। ভয়ে আধখানা যাত্রীরা।
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে মেট্রো রেল এক বড় ভরসা। বাস বা গাড়ির চেয়েও দ্রুত মেট্রো পৌঁছে দিতে পারে গন্তব্যে। ফলে তার চাহিদাও তুঙ্গে থাকে।
কলকাতার মতই বিশ্বের তাই বিভিন্ন শহরেই মেট্রো রেলের সুবিধা রয়েছে। কিন্তু সে যে প্রান্তই হোক মেট্রোয় সফরের সময় কোনও যাত্রী যদি সাপ দেখতে পান তাহলে বিশ্বের সব প্রান্তেই আতঙ্কের পারদ এই উচ্চতায় চড়বে।
তেমনই একটি ঘটনা ঘটল ওয়াশিংটনের ব্লু লাইন মেট্রোয়। রাত তখন সাড়ে ৯টা। বাড়ির দিকে ফিরছেন যাত্রীরা। সেই সময় এক যাত্রীর নজর পড়ে একটি এঁকে বেঁকে চলা প্রাণির দিকে। যে পাদানি দিয়ে দিব্যি এগিয়ে যাচ্ছে।
দেখা মাত্রই তিনি কার্যত চেঁচিয়ে ওঠেন। আতঙ্কের মধ্যেই এক যাত্রী ক্যামেরা বার করে ছবিও তুলে নেন ওই সাপের। যাত্রীরা নিজেদের রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েন।
তবে সাপ কারও কোনও ক্ষতি করেনি। বরং স্টেশনে আসতেই মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত ট্রেন ফাঁকা করে দেয়। তারপর ট্রেনটিকে কারশেডে নিয়ে চলে যাওয়া হয়। সেখানে রাতভর সেটির সব দরজা খুলে রেখে দেওয়া হয়।
পরদিন প্রাণি বিশেষজ্ঞেরা পুরো ট্রেন খুঁজে দেখেন। কোথাও সে ঘাপটি মেরে লুকিয়ে আছে কিনা। সাপটি যে ট্রেনে নেই তা একদম নিশ্চিত হওয়ার পর ফের তা যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়।