আগামী ৪৮ ঘণ্টায় শহরে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা বলেই নয়, গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহ চলবে বলে জানান হয়েছে। শুষ্ক বায়ুর রাজ্যে ঢুকতে থাকায় অবস্থা ক্রমশ জটিল আকার নিচ্ছে বলে মনে করছে হাওয়া অফিস। বৃষ্টির কোনও সম্ভাবনা কয়েকদিনের মধ্যে নেই। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গে গরম চললেও চলতি সপ্তাহের শুরুতে বৃষ্টিতে ভিজেছিল উত্তরবঙ্গ। ফলে ফিরেছিল স্বস্তি। কিন্তু সেখানেও ফের চড়তে শুরু করেছে পারদ। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল গরমের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে।