টানা ৭ দিন পতনের পর অবশেষে মঙ্গলবার কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল পারদ পতন। ফি মঙ্গলবারে এসে তা সামান্য বাড়ল বটে তবে এখনই তাপমাত্রা বাড়তেই থাকবে এমনটা নয়। বরং এর মধ্যেই পারদ ঘোরাফেরা করবে। এদিন শহরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.১° সেলসিয়াস। গত সোমবার ছিল মরসুমের শীতলতম দিন। পারদ নেমেছিল ১০.৫°-তে। এদিন তা কিছুটা বাড়ল। তবে এদিন সকাল থেকেই উত্তুরে কনকনে হাওয়া ভালই রয়েছে। ফলে খাতায় কলমে পারদ চড়লেও অনুভূতিতে শীত যেন একটু বেশিই ঠেকেছে শহরবাসীর।
কলকাতায় তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও, রাজ্যের অন্যান্য জেলার পরিস্থিতি কিন্তু একই। বরং অনেক জায়গায় পারদ কিছুটা নেমেছে। তবে দার্জিলিংয়ের পারদ কিছুটা হলেও বেড়েছে। গত সোমবার যেখানে ছিল -১°, সেখানে এদিন পৌঁছেছে ২°-তে। বাদবাকি জলপাইগুড়ি থেকে দিঘা, পুরুলিয়া থেকে সুন্দরবন কাঁপছে ঠকঠক করে। পারদ ৩° থেকে ৮°-র মধ্যে ঘোরাফেরা করছে।