Kolkata

শীতের নাচন অব্যাহত, কলকাতা আজ ১০.৯°

একটানা শীতের দাপট কিন্তু অনেকদিন পর কলকাতাবাসীর জীবনে উষ্ণতার ছোঁয়া দিল। গরম পোশাক, লেপের তলা, মাফলার, টুপি, আগুন জ্বালিয়ে হাত সেঁকা, বারবার গরম চা বা কফিতে গলা ভেজানো, রোদে দীর্ঘক্ষণ সময় কাটানো সব মিলিয়ে দিনভর উষ্ণতার খোঁজে এক ওম-এর মধ্যেই ঘোরাফেরা করছেন মানুষজন। কারও কারও বাড়িতে চলছে রুম হিটার পর্যন্ত। তোফা ঘুমে রাত কাবার হচ্ছে কম্বলের মখমলি উষ্ণ পরশে। যদিও চিত্রটা একটু আলাদা ফুটপাথবাসী বা মাথার ওপর ছাদবিহীন মানুষজনের জন্য।

টানা এক সপ্তাহ চুটিয়ে এর মধ্যেই ঘোরাফেরা করছে শহরবাসীর জীবন। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১০.৯° সেলসিয়াস। গত দিনের চেয়ে সামান্য কম। যদিও গত সপ্তাহের পতন মানুষকে যতটা কাবু করেছিল, এ সপ্তাহে তুলনামূলকভাবে অতটা করতে পারছে না। কারণ অবশ্যই গা সয়ে যাওয়া। একটা নির্দিষ্ট তাপমাত্রার আশপাশে রাতদিন কাটাত কাটাতে গা যেন কিছুটা সয়ে নিয়েছে। ফলে এবার পারদ আরও পড়লে তবেই ফের হাড়হিম করা কনকনানি মালুম হবে শহরবাসীর।


এদিকে জেলায় জেলায় ঠান্ডার ব্যাটিং অব্যাহত। এদিন যদিও সামান্য হলেও পারদ চড়েছে। তবে তা ১ ডিগ্রি বা তার চেয়েও কম। ফলে শীতের জবুথবু অবস্থা বিশেষ বদলায়নি। তারসঙ্গে সকালে থেকে পুরু কুয়াশার চাদর থাকছে। ফলে কাজ শুরু হচ্ছে দেরিতে। সামনেই মকরসংক্রান্তি। পৌষের শেষ। এই সময়ে রাজ্য জুড়ে ঠান্ডার দাপট নতুন কিছু নয়। তাই আগামী কয়েকদিন এই ঠান্ডা এভাবেই নিজের শাসন বজায় রাখবে বলে মনে করছেন সকলে। এমনই পূর্বাভাসও দিচ্ছে হাওয়া অফিসও।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button