একটানা ঠান্ডায় জবুথবু কলকাতার পারদ এদিন শুক্রবারের তুলনায় সামান্য কমেছে। মকরসংক্রান্তি যত এগোচ্ছে ততই ঠান্ডা হাওয়ার দাপট বাড়ছে। এরফলে ঠান্ডার কাঁপুনি ধরছে একটু বেশিই। গত শুক্রবারের তুলনায় এদিন তাপমাত্রার পারদ কমেছে দশমিক ২ ডিগ্রি। কলকাতা দাঁড়িয়েছে ১১.৭°-তে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে রাজ্য জুড়ে শীতের নাচন অব্যাহত। সূর্য মাথার ওপর থাকলে কিছুটা উষ্ণতার পরশ লাগলেও বাকি সময়টা কনকনে ঠান্ডায় হাত পা অসাড় হয়ে যাচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা তো রয়েছেই।
এদিকে ভোর হলেও চারপাশের দৃশ্যমানতা ঠিকঠাক পেতে বেলা অনেকটাই গড়িয়ে যাচ্ছে। ভোরের ঘন কুয়াশার চাদর কাটতে ১০টা পার করছে। সূর্য তেজ বাড়ালে কমছে কুয়াশা। ফলে রাজ্য জুড়েই সকালের দিকে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। গতি থাকছে খুবই কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি আরও প্রকট হলে তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনে।