৯ দিন টানা ১২°-র নিচে তাপমাত্রা ঘোরাফেরা করার পর অবশেষে মকরসংক্রান্তির দিন তা ছুঁল ১২°-র কোটা। এদিন স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ছিল পারদ। এদিন সকাল থেকে অবশ্য সংক্রান্তির পুণ্যলগ্নে সূর্য প্রণামে কোনও সমস্যা হয়নি। কারণ কুয়াশার আস্তরণের পিছনে গোল সূর্যের দিকে অনায়াসেই চেয়ে থাকা যাচ্ছিল।
এদিন সকাল থেকেই শীত উপেক্ষা করে গঙ্গার ঘাট থেকে শুরু করে বিভিন্ন নদী, দিঘি, পুকুরের ধারে মানুষের মকর স্নানের ভিড় ছিল চোখে পড়ার মত। রাজ্যের সর্বত্রই ছবিটা ছিল একই রকম। তবে ঠান্ডা যে ছিলনা এমন নয়। কনকনে ঠান্ডা ছিল গোটা রাজ্য জুড়েই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অধিকাংশ জায়গায় তাপমাত্রা ১০°-র নিচে ছিল। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেড়েছে। ফলে অনেক জায়গায় কুয়াশার চাদর ছিল বেশ পুরু।