এই নিয়ে টানা ৩ দিন হল কলকাতার তাপমাত্রা আটকে আছে ১২°-তে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। একটানা তাপমাত্রা এক জায়গায় দাঁড়িয়ে থাকায় এদিন শীতের অনুভূতি একটু কমেছে। বেলা বাড়লে এদিন অনেককেই রোদে সোয়েটার ছাড়া নজরে পড়েছে। রোদের তেজে সোয়েটার গায়ে রাখতে কিছুটা সমস্যাই হচ্ছিল। ফলে সবমিলিয়ে সন্ধের পর থেকে ভোর পর্যন্ত শীতের কামড় থাকলেও বেলায় গরম হয়েছে কলকাতা। এদিন সকালে শহরে কুয়াশার দাপটও ছিল অনেকটাই কম।
কলকাতায় শীতের কামড় সামান্য কমলেও রাজ্যের অন্যান্য অংশে কিন্তু শীতের ব্যাটিং চলছে চুটিয়ে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছু জায়গা সহ বিভিন্ন জেলারই সিংহভাগে পারদ এখনও ১০°-র নিচেই অবস্থান করছে। সঙ্গে রয়েছে প্রবল কুয়াশার দাপট। দার্জিলিং ৩°-তে কনকন করছে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।