পৌষ সংক্রান্তি থেকে টানা ৩ দিন ১২°-তে দাঁড়িয়েছিল কলকাতার তাপমাত্রা। এদিন তা সামান্য বাড়ল। পারদ ছুঁল ১২.৫°। তবে অনুভূতি গতকালের মতই রয়েছে। এক জায়গায় তাপমাত্রা দাঁড়িয়ে থাকায় গা সয়ে গেছে ঠান্ডা। সন্ধে থেকে সকাল শীতের প্রভাব বজায় থাকলেও মঙ্গলবার থেকে দুপুরে বেশ গরম লাগছে। রাস্তায় রোদে গায়ে রাখা যাচ্ছে না সোয়েটার, শাল বা জ্যাকেট। যা গত সপ্তাহে একেবারেই সম্ভব হচ্ছিলনা। কনকনে ঠান্ডা হাওয়ার দাপটও কিছুটা কমেছে। কমেছে কুয়াশার দাপটও। তবে সামান্য বাড়লেও কলকাতার তাপমাত্রা এখনই আমূল বদলাচ্ছে না। গরমও পড়ে যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে কলকাতার তাপমাত্রা একই জায়গা ঘোরাফেরা করবে আরও বেশ কয়েকদিন।
এদিকে কলকাতার তাপমাত্রা বাড়লেও জেলায় জেলায় শীতের দাপট অব্যাহত। দার্জিলিং এদিন ৩°। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া ১০°। পারদ ৮° থেকে ১২°-র মধ্যেই ঘোরাফেরা করছে বিভিন্ন জেলায়। ঠান্ডায় কাঁপছেন মানুষজন। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। দক্ষিণ ২৪ পরগনায় এদিন আবার কুয়াশার দাপট ভয়ংকর চেহারা নিয়েছে।
দৃশ্যমানতা কম থাকায় বুধবার ভোরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর একটি কয়লা বোঝাই লরি কালভার্টে ধাক্কা মেরে উল্টে যায়। আহত হন গাড়ির চালক ও খালাসি।