কে বলবে গত পরশু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮° সেলসিয়াস! গত মঙ্গলবার যে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮°, সেই পারদই লাফ দিয়ে মাত্র ২ দিনের ব্যবধানে পৌঁছে গেল একেবারে ১৭°-তে! বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ রেকর্ড হয়েছে ১৭°। স্বাভাবিকের চেয়ে ২° বেশি। তবে কী ভরা মাঘেই বসন্ত এসে গেল! তাও মাত্র ২ দিনে! আবহবিদরা অবশ্য সেকথা মানতে নারাজ। পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের উত্তর প্রান্ত দিয়ে বইছে। ফলে তার প্রভাবে রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ চড়ছে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। বরং ফের পড়বে পারদ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে এখনই শীত শেষের আশঙ্কায় হতাশ হওয়ার কিছু নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটলেই পারদ পতন শুরু হবে।
এদিকে এদিন খাতায় কলমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭° রেকর্ড হলেও সকাল থেকেই ঠান্ডা হাওয়ার দাপট শহরবাসীকে গা থেকে শাল, সোয়েটার নামানোর সুযোগ দেয়নি। বরং ঠান্ডা হাওয়ার টান শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়েছে। কিন্তু বজায় রয়েছে ঠান্ডা হাওয়ার প্রকোপ। সঙ্গে কুয়াশার দাপট। সব মিলিয়ে খাতায় কলমে পারদ যাই বলুক শীতের ব্যাটিং এখনও বাকি। এটাই স্বস্তির।