গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭°। আবহবিদরা মনে করছিলেন এখানেই ঘুরপাক খাবে পারদ। আর বিশেষ পতনের সম্ভাবনা নেই। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ম্যাজিক দেখাল শীত। এক ধাক্কায় ২ ডিগ্রি পড়ে গেল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯°। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২ দিন ১২-র ঘরেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। ফলে মাঘের খেল এখনও বাকি। হতাশ, নিরাশ হওয়ার কোনও প্রশ্নই উঠছে না। এখনই শীত এবারের মত শেষ বলে হা হুতাশের জায়গা নেই। বরং নতুন করে পারদ পতনের ইনিংসে রবিবার রোদের তাত বেশ তারিয়েই উপভোগ করেছেন মানুষজন। ছুটির দিন। আর এ সপ্তাহে যেভাবে টানা ছুটি ছুটি গেল তা আগামী কয়েক মাসে নেই। তাই রবিবার অনেকেই বেরিয়ে পড়েছিলেন কাছে দূরে পরিবার নিয়ে বেড়াতে।
গত শনিবার থেকেই তার দাপট বাড়িয়েছিল উত্তুরে হাওয়া। কনকনে হাওয়া শীতের অনুভূতি অনেকটাই বাড়িয়েছিল। সেই উত্তুরে হাওয়াই এদিন ফেলে দিল পারদ। জেলাগুলিতেও একই ছবি। সেখানেও পারদ পতন নতুন করে শীত ফিরিয়ে এনেছে। জানুয়ারির শেষ প্রান্তে এসে এমন ভাল ঠান্ডা অনেক বছর অনুভূত হয়নি। ফলে মাঘের শীতে চাদর মুড়িটা মন্দ লাগছে না কারও।