গত বুধবার দুপুরের পর থেকেই পাতলা মেঘের আস্তরণে ঢাকা পড়ছিল আকাশ। সূর্যের প্রখর তেজ কেমন আচমকাই নরম রোদের চেহারা নিয়েছিল। রাতারাতি সেই মেঘের আস্তরণ পুরু মেঘের চেহারা নিল। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মুখ হাঁড়ি করে বসে আছে। বাতাসে একটা বৃষ্টি বৃষ্টি ভাব। জোলো হাওয়া দিচ্ছে। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে উত্তরবঙ্গ ও বঙ্গোপসাগরের ওপর ২টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জোড়া ফলায় সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে শহরে। তারই সাজগোজ কী তবে তৈরি হয়ে গেল?
হাওয়া অফিস জানাচ্ছে ঠিক তাই। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে। ঢুকছে মেঘ। দুপুরের দিকে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চোখে পড়লেও সাধারণভাবে মেঘলাই থাকবে আকাশ। বৃষ্টি হবে উইকএণ্ডে। তবে ভারী বৃষ্টি নয়। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হবে হাল্কা ও মাঝারি। খনার বচন বলে মাঘের শেষে বৃষ্টি ভাল। ফসলের জন্য উপকারি। সেই মাঘ শেষের বৃষ্টি এবার এল বলে!