
মঙ্গলবার রাতে কালবৈশাখীর ছোঁয়া পেয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আর বুধবার সকালে ঘুম চোখে আকাশ কালো করা সেই প্রবল ঝড়ে শরীর জুড়ল উত্তরবঙ্গের কোচবিহার সহ আশপাশের এলাকা। এদিন ভোরে সূর্যের দেখা পাননি এখানকার মানুষজন। পরিবর্তে দেখা মিলেছিল কালো মেঘের। যা ক্রমশ কালো থেকে আরও ঘন কালো হয়ে চারিদিকে অন্ধকার নামিয়ে আনে। বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। প্রবল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় অনেক জায়গা। কিছুক্ষণ ঝড়ের পর শুরু হয় বৃষ্টি। ঝমঝমে বৃষ্টিতে গরমের দাপটে ক্লান্ত শরীরগুলো ঘরে বসেই স্বস্তির শ্বাস নেয়। জানলা থেকে দু’হাত বাড়িয়ে বৃষ্টির জলের সঙ্গে শুরু হয় খেলা। শরীরের সঙ্গে সঙ্গে ভিজতে থাকে মন। এমন একটা সকালের জন্য দীর্ঘ অপেক্ষার হয় সমাপ্তি। সপ্তাহের শেষেও সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাসে আপাতত একটা দুরন্ত উইকএণ্ড কাটানোর আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী।