শ্বেতশুভ্র বরফ দেখে সকলেই অভ্যস্ত। তা নিয়ে খেলা করা। তার ওপর স্কি করা। অথবা ঘরে বসে ঝুরঝুর করে তুষারপাতের শোভা দেখা। সবই পরিচিত। অপরিচিত তখনই হয় যখন এই বরফের রং বদলে সাদার জায়গায় হয়ে যায় কমলা! আর সেই কমলা রঙের তুষারপাতেই মুখ ঢাকল ইউরোপের একাংশ। রাশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মলডোভা। ইউরোপের এই ৫ দেশের বিশাল অংশ জুড়ে শেষ ৩-৪ দিনে কমলা রঙের বরফের তুষারপাত হয়েছে। ফলে চারধার মুখ ঢেকেছে কমলা রঙের বরফের পুরু চাদরে। প্রকৃতির এই আজব খেলা প্রাণভরে উপভোগ করছেন মানুষজন। ছবি তুলে রাখছেন এই কমলা বরফের। এই দৃশ্য তো আর চাইলেই মেলেনা!
বিজ্ঞানীরা অবশ্য এ নিয়ে বিচলিত নন। তাঁদের মতে, এমন কমলা বরফের চাদর কয়েক বছর অন্তরই চোখে পড়ে। খুব কম দিনের জন্যই। এসময়ে বাতাসে মিশে থাকা বালিকা বরফের সঙ্গে মিশে ঝরে পড়ে। ফলে বরফের রং বদলে যায় কমলায়। এ নিয়ে ভয়ের কিছু নেই বলেও নিশ্চিন্ত করেছেন তাঁরা। এদিকে কমলা তুষারের ওপর স্কি করার হুড়োহুড়ি পড়ে গেছে। ‘স্কিয়িং অন মার্স’ অর্থাৎ মঙ্গল গ্রহে স্কি করা বলে এই স্কিয়িংকে ব্যাখ্যা করেছেন উৎসাহী মানুষজন।