দক্ষিণবঙ্গে যখন ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। বেলা গড়ালেই যখন রাস্তায় থাকা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেখানে উত্তরবঙ্গের মানুষ কিন্তু বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টিতে ভিজলেন। আগেই হাওয়া অফিস জানিয়েছিল উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। যার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যা বজ্রগর্ভ মেঘেরও সঞ্চার করছে কোথাও কোথাও। এদিন আলিপুরদুয়ারে তেমনই কালো মেঘের দেখা মিলল। প্রবল কালো মেঘে চারপাশ ঢেকে যায়। নামে অঝোরে বৃষ্টি। শিলিগুড়িতেও ভাল বৃষ্টি হয়েছে এদিন। সঙ্গে ছিল উপরি পাওনা শিলা। এদিন শিলাবৃষ্টি হয়েছে শিলিগুড়ির অনেক জায়গায়। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন কম বেশি বৃষ্টি হয়েছে।
তবে উত্তরবঙ্গের বৃষ্টি শুনে দক্ষিণবঙ্গে ঈর্ষান্বিত হওয়ার কোনও কারণ নেই। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গও ভাল বৃষ্টিতে ভিজতে চলেছে। অন্তত সেই পরিস্থিতি তৈরি হয়েছে।