প্রাক বর্ষার বৃষ্টি কী তবে শুরু হয়ে গেল? এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। গত বৃহস্পতিবার থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বৃষ্টিও হয়েছে। এই পরিস্থিতিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও দ্রুত বাড়ছে। যা বর্ষার অনুকূল। কেরালায় এবার অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে। আন্দামানেও বর্ষা ঢুকে পড়েছে। উত্তর-পূর্ব ভারতেও বর্ষা ঢুকল বলে। এখন প্রশ্ন হল রাজ্যে বর্ষার প্রবেশ হবে কবে? সাধারণভাবে বর্ষা রাজ্যে প্রবেশ করার দিন ৮ জুন। এবার কী তার আগেই ঢুকে পড়বে বর্ষা? পয়লা জুনে দাঁড়িয়ে এ প্রশ্ন আম জনতার।
শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, দুই ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। কলকাতায় বৃষ্টি শুরু হয় বেলায়। বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে এদিন। বৃষ্টির পরও মেঘে আকাশ ছেয়ে ছিল। শেষ কয়েকদিন ধরেই প্রবল অস্বস্তিকর গরমে নাজেহাল ছিলেন শহরবাসী। বাড়ি হোক বা বাইরে। কোথাওই সেভাবে থাকতে পারছিলেন না তাঁরা। ঘামে ভিজে যাচ্ছিল শরীর। একটা অস্বস্তি হচ্ছিল টানা। সেই অবস্থা কিন্তু গত বৃহস্পতিবারের বৃষ্টির পর বিকেল থেকে কেটে গিয়েছিল। রাতে ভাল ঠান্ডা হাওয়াও ছিল। ফলে মানুষজন শান্তিতে ঘুমিয়েছেন। এদিন সকালের দিকে রোদ ভালমতো উঠলেও বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি।