এতদিন যা হচ্ছিল তা ছিল প্রাক-বর্ষার বৃষ্টি। কিন্তু রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। রবিবার যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করছে তা আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। এদিন সকালের দিকে টিপটিপ বৃষ্টি হলেও কলকাতা জুড়ে প্রবল বর্ষণ দেখতে পাওয়া যায়নি। অস্বস্তি অপেক্ষাকৃত ছিল কম। তবে গরম ছিল। আকাশে মেঘও ছিল। মাঝেমধ্যে মেঘের গুড়গুড় শব্দও কানে আসে। দুপুর গড়াতেই আকাশ কালো করে আসে। শুরু হয় বৃষ্টি। দুপুরের দিক থেকে শুরু করে বিভিন্ন সময়ে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। তবে খুব বেশিক্ষণ বৃষ্টি স্থায়ী হয়নি। আকাশ অবশ্য সবসময়েই ছিল মেঘে ঢাকা।
গত এক সপ্তাহে বারবার বানভাসি চেহারা নেওয়া মুম্বইতেও কিন্তু এতদিন চলছিল প্রাক বর্ষার বৃষ্টি। তাতেই শহর স্তব্ধ হয়ে গেছে বার দুয়েক। রবিবার থেকে সেখানেও ঢুকে পড়ল বর্ষা। গোটা মহারাষ্ট্রেই এদিন বর্ষা প্রবেশ করেছে। এবছর একই দিনে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে বর্ষা প্রবেশ করল।