বৈশাখ, জ্যৈষ্ঠ গেল। এত গরম পড়ল না। তাই মানুষ ধরেই নিয়েছিলেন এবারের মত গরমের হাত থেকে রেহাই মিলল। বর্ষা এসে গেছে। ফলে আর চড়া গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আবহাওয়া বোধহয় অন্যকিছুই ঠিক করে রেখেছিল। তাই গ্রীষ্মে গরম না পড়ে এবার বর্ষায় গরমের তাণ্ডব শুরু করেছে প্রকৃতি। খাতায় কলমে বর্ষা প্রবেশের পরই কলকাতার তাপমাত্রা এই মরসুমে প্রথম ৪০ ডিগ্রির ছুঁয়েছে। তারপরও ওই একই জায়গা ধরে রেখেছে পারদ। ১-২ ডিগ্রি ওঠা নামা করছে মাত্র।
গত রবিবার বৃষ্টি হওয়ায় পারদ কিছুটা হলেও নেমেছিল। কিন্তু রাত থেকে ফের যে কে সেই! সোমবারও কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে ঠেকেছে। আমজনতার পক্ষে রাস্তায় বেশিক্ষণ টেকা দায় হচ্ছে। এদিকে বর্ষা ঢুকে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের অভাব নেই। ফলে ঘামও হচ্ছে দেদার। খাতায় কলমে তাই পারদ ৪০ ডিগ্রি ছুঁলেও গরমের প্রকৃত অনুভূতি তার চেয়েও অনেক বেশি।
কলকাতায় যখন মানুষের এমন করুণ দশা, তখন আরও ভয়ানক পরিস্থিতি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। সেখানে পারদ শেষ কয়েকদিনে ৪০ ডিগ্রি বা তার ওপর অবস্থান করছে। হাওয়া অফিসের তরফে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কার্যত আগুনে গরমে পুড়ছে গোটা পশ্চিমাঞ্চল। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের এই গরমকাতর পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টায়ও বজায় থাকবে বলেই পূর্বাভাস। এরমধ্যে বৃষ্টিরও তেমন কোনও সম্ভাবনা নেই। ফলে এখনই গরম থেকে রেহাই দুরস্ত। তবে উত্তরবঙ্গের চেহারাটা একদম উল্টো। সেখানে মাঝেমধ্যে ঝমঝমিয়ে বর্ষার বৃষ্টি হচ্ছে।