সারারাত। তারপর সারা সকাল। বৃষ্টি থামার নাম নেয়নি। মাঝেমধ্যে কয়েক মিনিটের বিশ্রাম দিয়ে ফের শুরু হয়েছে নতুন উদ্যমে। যদিও বুধবার বেলা বাড়ার পর বৃষ্টি অনেকটাই ধরেছে। তবে আকাশ ঘন মেঘে ঢাকা। হাওয়া অফিস জানাচ্ছে, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ রাজ্যের ওপর মৌসুমি অক্ষরেখা সক্রিয়। তার ওপর রয়েছে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া প্রভাবে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। আর তা চলবে বলেই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে বলেই জানানো হয়েছে।
রাতভর বৃষ্টিতে কলকাতা কিন্তু সকাল থেকেই ‘রেনি ডে’ মুডে। যদিও অফিস কাছারি খোলা। ব্যস্ত দিন। স্কুল, কলেজও হচ্ছে নিজের মতই। কিন্তু তবু যাঁদের সুবিধে আছে, হাতে ছুটি ধরা আছে, তাঁরা এদিন ক্যাজুয়াল লিভ নিয়ে নিয়েছেন। একটানা বৃষ্টির জেরে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। উত্তর থেকে দক্ষিণ, শহরের যে যে অংশে জল জমেছিল তা অবশ্য দুপুরের দিকে পরিস্কার হয়ে যায়। বৃষ্টি কমার পর তা নামতে বিশেষ সময় নেয়নি।