বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত থেকে ক্রমশ নিম্নচাপে পরিণত হওয়ার পর তা এবার দক্ষিণবঙ্গে প্রভাব ফেলতে শুরু করেছে। গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘে ঢেকেছিল। রাতের দিকে কলকাতা সহ বেশ কয়েক জায়গায় হাল্কা বৃষ্টিও হয়। বৃষ্টি হয়েছে ভোরেও। কলকাতা সহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ২ মেদিনীপুর, হুগলি, নদিয়ায় আকাশ সকাল থেকেই ঘন মেঘে ছেয়ে আছে।
এই অবস্থা আরও ১ দিন থাকবে বলেই পূর্বাভাস। বৃষ্টিও হবে। তবে তা ঝেঁপে নয়। এদিকে এই নিম্নচাপের জেরে শীত শীত ভাব কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। তবে নিম্নচাপ কেটে ফের রোদ উঠলে রাতের দিকে তাপমাত্রার পতন আবার শুরু হবে বলেই মনে করছেন আবহবিদেরা।