কালীপুজোর দিনটা ঝলমলে আকাশ দিয়ে রেহাই দিলেও দীপাবলিতে তা হল না। সকাল থেকে আকাশ দেখে মনে হচ্ছে বর্ষা। একটা জোলো ভাব। বাতাসে ভেজা গন্ধ। পুরু মেঘের আস্তরণে ঢাকা পড়েছে নীল আকাশ। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়েই কমবেশি এই অবস্থা। নিম্নচাপ অক্ষরেখার জেরে ফের এমন পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহবিদেরা। ফলে সকাল থেকে দীপাবলির আনন্দ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।
বুধবার কাকভোর থেকেই উপকূলীয় জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়। যা অব্যাহত ছিল। এখানে অনেক জায়গায় বেশ ঝেঁপেই টানা বৃষ্টি হয়েছে। ফলে উৎসবের আনন্দে অনেকটাই ফিকে হয়েছে। কলকাতাতেও সকাল থেকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তরের চেয়ে দক্ষিণে বৃষ্টি হয়েছে বেশি। এছাড়া হাওড়া, হুগলিতেও আকাশের মুখ ভার ছিল। হয়েছে বৃষ্টি।
নিম্নচাপ অক্ষরেখা থেকে বৃষ্টি হলেও এই বৃষ্টি দুপুরের পর স্থায়ী হবেনা বলেই পূর্বাভাস। ফলে কলকাতা সহ আশপাশের জেলায় বিকেলের পর আকাশ পরিস্কার হতে পারে। তাই দীপাবলিতে বাজি পোড়ানোর আনন্দ আর বাড়িকে আলোয় আলোয় সাজিয়ে তোলার যে ইচ্ছা সারা বছর ধরে মনে পোষা থাকে। তা থেকে হয়তো বঞ্চিত হতে হবে না আমজনতাকে।