গত বছরও দীপাবলির দিন কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা। মাঝে মধ্যেই নামছিল বৃষ্টি। ভেজা আবহাওয়ায় উৎসবের আনন্দ গিয়েছিল ফিকে হয়ে। মন খারাপ করা দীপাবলি কাটিয়েছিল কলকাতা। এবার অবশ্য ভরা হেমন্তে দীপাবলি। বর্ষা বহুকাল হল বিদায় নিয়েছে। কালীপুজোর দিনটা ঝলমলে কেটেছে। তাই শহরবাসীর আশা ছিল গত বছর যা হওয়ার হয়েছে। এবার অনন্ত দীপাবলিটা রোদ ঝলমল দিনেই কাটাবেন তাঁরা।
হল কিন্তু তার ঠিক উল্টো। এদিন সকালে ঘুম ভেঙেই সকলে বুঝতে পারেন হাওয়া খারাপ। আকাশ মেঘে ঢাকা। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। এবারও যে দীপাবলির আনন্দে অনেকটাই ম্লান করতে চলেছে মেঘ বৃষ্টি তা একরকম নিশ্চিত হয়ে যায়। সারাদিন একটা ভেজা আবহাওয়া আর পুরু মেঘের চাদর উৎসবের সেই চনমনে আনন্দে জল ঢেলে দিয়েছে।