গরমে রেকর্ড গড়ল ভারত। শুক্রবার রাজস্থানের যোধপুরের পালোধি এলাকায় তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রি ছুঁয়েছে। রেকর্ড বলছে ১৯৫৬ সালের পর এই তাপমাত্রায় ভারতের কোনও জায়গা পৌঁছতে পারেনি। শুধু পালোধি বলেই নয়, আশপাশেই তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে রাজস্থান সহ গোটা পশ্চিম ভারতের।
গরমে হাঁসফাঁস করছে উত্তর ভারতও। রাস্তায় বার হলে চামড়া পুড়ে যাওয়ার জোগাড় হচ্ছে। থাকছে হিট স্ট্রোকের সম্ভাবনাও। এই অবস্থায় এক একটা দিন গরমে কাটানো দুঃসহ হয়ে উঠলেও আবহাওয়া দফতর কোনও আশার আলো দেখাতে পারেনি। বরং হাওয়া অফিসের পূর্বাভাস এক দিন দুদিন নয়, এখনও টানা ১০ দিন এই একই তাপমাত্রা বহাল থাকবে গোটা উত্তর ও পশ্চিম ভারতে।
মাত্রা ছাড়া গরমে এবার মার্চ মাস থেকেই পুড়ছে ভারত। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে গরমে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। অস্বাভাবিক গরমে পুড়েছে পশ্চিমবঙ্গও। কয়েকদিন আগে পর্যন্ত এক অবস্থা থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের জেরে আচমকাই বদলেছে রাজ্যের আবহাওয়া। টানা বৃষ্টি তাপমাত্রার পারদও অনেকটাই নিচে নামিয়ে এনেছে।
এদিকে প্রবল গরম আর তাপপ্রবাহের জের এবার প্রভাব ফেলেছে কাশ্মীর উপত্যকায়। জম্মুতে তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি ছুঁয়েছে।