তাপমাত্রার পারদ নামছে। ধীরে ধীরে শীতল হচ্ছে শহর। বাতাসে শীতের আবাহন। ক্রমশ পড়তে থাকা তাপমাত্রার পারদ বুধবার ছুঁল ১৫.৬ ডিগ্রি। কলকাতায় চলতি মরসুমে এটাই এখনও পর্যন্ত সর্বনিম্ন। ফলে এটাই এই মরসুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ যে ক্রমশ পড়বে তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতরও। ধীরে ধীরে শহরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে শীতবুড়ো।
শীতের পদধ্বনির মাঝেও দুপুরের দিকটা কিন্তু বেশ গরম থাকছে। ভোর বা রাতের দিকে থাকছে ঠান্ডার অনুভূতি। তবে এখনও শহরে সেভাবে সোয়েটার, জ্যাকেট বার হয়নি। গায়ে শাল জড়িয়েও দেখা মিলছে না মানুষজনের। তবে বয়স্ক মানুষজনের গায়ে টুকটাক হাত কাটা সোয়েটার দেখা গেছে। কিন্তু এই দৃশ্য আর বেশিদিনের জন্য নয়। শাল, সোয়েটার, জ্যাকেট আলমারি থেকে বার হল বলে!