মেঘে ঢাকা ভোর। সঙ্গে টিপটিপ বৃষ্টি। এরমধ্যেই ঘুম ভেঙেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার। বেলা যত গড়িয়েছে মেঘ যেত ততই পুরু হয়েছে। সঙ্গে বেড়েছে বৃষ্টি। দুপুরের পর থেকে বেশ ভালই বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ছিল আরও একটু বেশি। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালে ঘুম থেকে উঠে তাই শহরবাসীর মন খারাপ। এমন স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বর্ষার গন্ধ। তারসঙ্গে ঠান্ডা হাওয়ার দাপট। যদিও খাতায় কলমে তা কম তাপমাত্রার কারণে নয়। ঠান্ডা হাওয়া ছিল বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের কারণে। ঘূর্ণিঝড় ফেথাই যত স্থলভূমিতে আছড়ে পড়ার জন্য অন্ধ্র উপকূলের দিকে এগিয়েছে ততই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছে।
গত রবিবারও দিনভর আকাশ ছিল মেঘলা। মাঝেমধ্যে কোথাও কোথাও বৃষ্টিও হয়। তবে সোমবার তা আরও বর্ষার চেহারা নেয়। পূর্বাভাস বলছে এমন অবস্থা বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে ফের রোদের দেখা মিলতে পারে। কিন্তু সোমবারের আকাশ দেখে বোঝা দায় ছিল দিনটা পৌষের প্রথম দিন, নাকি আষাঢ় মাসের প্রথম দিন! একে কলকাতায় ঠান্ডার আমেজ মাত্র কদিনের অতিথি। তারও কিছুদিন যদি এমন বর্ষা মাখা আবহাওয়া খেয়ে নেয়, তবে আর পড়ে রইল কি!