কলকাতায় এমন লাগাতার ঠান্ডা বড় একটা অনুভূত হয়না। হলেও তা ওই পৌষ সংক্রান্তির কাছে গিয়ে। অথবা জানুয়ারির প্রথম দিকে। এবার কিন্তু বড়দিনের আগে থেকেই পারদ নিম্নমুখী। আর তা নিজের অবস্থান ধরে রেখেছে। তাতে কলকাতাবাসী বেজায় খুশি। দারুণ ঠান্ডায় বর্ষশেষের কটা দিনের আনন্দ উপভোগ তো একরকম ভুলতেই বসেছেন শহরবাসী। এদিন আবার পারদ ১২-র ঘর ছেড়ে আরও একটু নেমেছে। এদিন কলকাতার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি। অর্থাৎ খাতায় কলমে এদিন ছিল এই মরসুমের শীতলতম দিন। তবে এখন আর শীতলতম দিন হিসেব করার মানে নেই। কারণ পারদ পড়ছে।
পূর্বাভাস বলছে আগামী ২ দিনে পারদ আরও কিছুটা পড়ে ১১ ডিগ্রি ছোঁবে। ফলে বেজায় খুশি মানুষজন। বছর শেষে চুটিয়ে আনন্দ উপভোগ করবেন কলকাতাবাসী। আকাশও থাকবে পরিস্কার। এবার অবশ্য ঠান্ডা গোটা উত্তর ভারত জুড়েই টানা ব্যাটিং করছে। ক্রমশ পড়ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা নেই। নেই নিম্নচাপের ভ্রুকুটি। ফলে দুরন্ত শীত এবার উপভোগের সুযোগ পাচ্ছেন মানুষজন।