বুধবার যা তাপমাত্রা রেকর্ড হয়েছিল, তার চেয়ে প্রায় ৫ ডিগ্রি পারদ পতন হল বৃহস্পতিবার। ফলে আচমকাই ঠান্ডার অনুভূতিটা প্রবলভাবে জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রের বিভিন্ন কোণায়। খোদ মুম্বইয়ের আশপাশে পারদ নেমেছে ১২.৪ ডিগ্রিতে। হিহি করে কাঁপছেন মানুষজন। কারণ একটাই। এতটা পারদ পতন আরবপারের এই শহরে বড় একটা দেখা যায়না। ফলে সেখানকার বাসিন্দাদের কাছে এমন ঠান্ডা রীতিমত অবাক করা।
শুধু মুম্বই বলেই নয়, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে পারদ পতন রীতিমত অবাক করছে মানুষজনকে। নিফাদে সবচেয়ে নিচে নেমেছে পারদ। তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াস! নাসিকে পারদ নেমেছে ৫.৭ ডিগ্রিতে। জলগাঁওতে ৮.৪, নান্দুরবারে ৯ ডিগ্রি, ধুলেতে ৯.২ ডিগ্রিতে নেমেছে পারদ। এমন পারদ পতন মহারাষ্ট্রের জন্য কিছুটা বেমানান বটে। তবে হাওয়া অফিস জানাচ্ছে এতটা ঠান্ডা বেশিদিন বজায় থাকবে না। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশপাশে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)