National

ছাইল মেঘ, একরাতে অনেকটা চড়ল পারদ

রাতভর মেঘ জমেছে আকাশে। উপত্যকা ঢেকেছে মেঘের চাদরে। আর এই মেঘই অবশেষে জম্মু কাশ্মীরের পারদ পতনে দেওয়াল হয়ে দাঁড়াল। শুধু পারদ পতন রুখলই না, বাড়িয়েও দিল এক ঝটকায়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্রাসের মত প্রবল ঠান্ডা এলাকায় পারদ চড়েছে ৯ ডিগ্রির ওপর। অন্য অনেক জায়গায় এক রাতে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পরিস্কার আকাশ তাপমাত্রার পতনকে অব্যাহত রেখেছে। মেঘ ছাইতেই তা উধাও হবে সেটাই ছিল স্বাভাবিক।

ফারাক কতটা তা একটু পারদের ওঠানামায় নজর দিলেই পরিস্কার হবে। দ্রাসে যেখানে শনিবার ছিল মাইনাস ২১.১ ডিগ্রি সেখানে রবিবার তা পৌঁছেছে মাইনাস ১২.৮ ডিগ্রিতে। শ্রীনগরে শনিবার ছিল মাইনাস ৭.২ ডিগ্রি। সেখানে রবিবার পারদ পৌঁছেছে মাইনাস ২.৪ ডিগ্রিতে। লেহ-তে শনিবার ছিল মাইনাস ১৭.৫ ডিগ্রি। রবিবার তা পৌঁছেছে মাইনাস ১২.২ ডিগ্রিতে। চড়েছে পহেলগাঁও, বানিহাল, খাতরা, গুলমার্গের মত অতি ঠান্ডা এলাকাগুলির পারদও। মেঘ যতদিন থাকবে পারদ সেভাবে নামবে না।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button