কেরালায় বর্ষা নামতে এখনও ৪-৫ দিন লাগবে। এদিন ফের সেকথা জানাল মৌসম ভবন। সাধারণত কেরালায় বর্ষা ঢোকে ১ জুন। কিন্তু এবার তা ঢুকতে সময় লাগবে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। এদিন সেকথাই দ্বিতীয়বারের জন্য নিশ্চিত করল তারা। তবে জুন থেকে সেপ্টেম্বর, এই চারমাসে ভারতে অতিবর্ষা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বর্ষায় একটানা ভিজবে ভারতের উত্তর-পশ্চিম ভাগ বলেও জানিয়েছে তারা। এই অঞ্চলে ১০৮ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মধ্য ও দক্ষিণ ভারতে স্বাভাবিকের চেয়ে ১১৩ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্ষায় তুলনামূলকভাবে শুকনো থাকবে দেশের উত্তরপূর্ব ভাগ। এখানে ৯৪ শাংশের মত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এদিন জানিয়েছে তারা। ফলে কলকাতা সহ পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে সামান॥ কম বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Leave a Reply