কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এই মরসুমের নিরিখে সামান্য হলেও বাড়ল। সামান্য সামান্য করে গত ২ দিন ধরেই বাড়ছে তাপমাত্রা। যদিও খাতায় কলমে স্বাভাবিকের চেয়ে এখনও নিচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। কিন্তু এবার ডিসেম্বরেই ঠান্ডা যে খেল দেখিয়ে দিয়েছে তাতে ঠান্ডা নিয়ে মানুষের মধ্যে চাহিদা বেড়েছে। এখন ১২.৬ ও তাই তাঁদের কাছে কিছুটা গরম ঠেকছে।
পারদ উত্থান শুধু কলকাতা বলেই নয়, জেলাতেও হয়েছে। তবে তা সামান্যই। পৌষ সংক্রান্তি যত কাছে আসে ততই কনকনে ঠান্ডা হাওয়ার দাপট বাড়ে। ডিসেম্বরেও যে ঠান্ডা হাওয়া উত্তর থেকে ছুটে এসে হাড় কাঁপাচ্ছিল, সেই ঠান্ডা হাওয়াও এদিন উধাও। তবে পৌষ সংক্রান্তি আসছে। ফলে হাওয়ার দাপট বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।