Kolkata

এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল পারদ

এক ধাক্কায় ৩ ডিগ্রি পড়ে গেল কলকাতার পারদ। মাঘের শেষে এমন সচরাচর দেখা যায়না। বরং সরস্বতী পুজোর পরদিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন মাঝেমধ্যে বৃষ্টি দেখা যায়। তেমন কিন্তু সোমবার হলনা। বরং পারদের ঝুপ করে পতনে হঠাৎ করে মানুষজনের ঠান্ডার অনুভূতি একটা ধাক্কা দিয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।

Winter


ঠান্ডা এদিন একটু বেশিই লেগেছে তার কারণ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি। সেখানে মাত্র ১ রাতের মধ্যে ৩ ডিগ্রি কমে যাওয়া নেহাত কম নয়। অনুভব তো হবেই। ফলে শহর কলকাতার বহু মানুষই যেখানে এবার মাঘের শেষ দেখে টুক টুক করে গরম পোশাক গোটাতে শুরু করেছিলেন, তাঁরা আবার নতুন করে গরম পোশাক গায়ে চড়িয়েছেন। সোমবার বেলাতেও অনেককে সোয়েটার বা জ্যাকেট গায়ে দিতে দেখা গেছে। যা গত কয়েকদিনে চোখে পড়েনি। বরং বেলার বাড়লে ঘাম হচ্ছিল।

Winter
শীতের আমেজে আগুনের আবেশে, ছবি – আইএএনএস

হাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা বজায় থাকবে। অন্তত আরও ২ দিন তো থাকবেই। তবে আবহাওয়ায় বদল নজর কেড়েছে গত শনিবার বিকেল থেকেই। একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছিল। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক জায়গায় শুরু হয় ঝিরঝির, টিপটিপ বৃষ্টি। ঝোড়ো ঠান্ডা হাওয়ায় বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না। রবিবার সেই ঠান্ডা হাওয়ার দাপট কম হলেও বজায় ছিল।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button