একদিনের ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৫ ডিগ্রি বেড়ে গেল। ফলে বুধবার বেলা বাড়তেই ঘাম জমতে শুরু করে কপালে। যাঁদের ঘাম একটু বেশি হয় তাঁদের অনেকেই এদিন কার্যত দুপুরে ঘেমে গেছেন। একধাক্কায় এমন গরম বেড়ে যাওয়ায় রাতেও ফ্যান চালাতে হয় অনেককে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা সহ রাজ্যের আকাশে মেঘ জমতে শুরু করেছে। তার জেরেই চড়ছে পারদ।
যেখানে গত মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ২১.৯ ডিগ্রিতে। এক ধাক্কায় এতটা পারদ বৃদ্ধি এদিন গরমের অনুভূতি একটু বেশি করেই টের পাইয়েছে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে বৃষ্টি শুরু হয়ে ক্রমশ তা কলকাতা ও দক্ষিণবঙ্গে ছড়াবে।
মাঘের শেষে বৃষ্টি এবার পায়নি রাজ্য। সেই বৃষ্টি এবার হয়ত ফাল্গুনে পেতে চলেছে বাংলা। এই সময় বৃষ্টি চাষাবাদের জন্য মঙ্গলের। এদিকে ফাল্গুনের শুরুতেই গরম কিন্তু টের পেতে শুরু করল শহরবাসী। যা সামনের ৪ মাস ভোগান্তির কারণ হবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)