৪৮ ঘণ্টার মধ্যেই কেরালায় প্রবেশ করছে বর্ষা। কেরালায় বর্ষা পা রাখার ১০ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে জলভরা বর্ষার মেঘ। যে বৃষ্টি আগামী ৪ মাস বজায় থাকবে। এমনই জানাল আবহাওয়া দফতর। অর্থাৎ খাতায় কলমে রাজ্যে বর্ষা আসতে এখনও বেশ কয়েকদিনের অপেক্ষা। কিন্তু তার আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। চলছে মেঘ রোদের খেলা। মাঝে মধ্যেই ঝমঝম করে বৃষ্টি হয়ে ভিজিয়ে যাচ্ছে জনপদ। দক্ষিণবঙ্গে যদিও বা বৃষ্টি একটু কম, ত উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য অনেক বেশি। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও উত্তরবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গেও এবছর আবার স্বাভাবিকের চেয়েও বেশি বর্ষার পূর্বাভাস রয়েছে। ফলে দেশ জুড়ে একবার বর্ষা নামলে বর্ষণের হাত থেকে আগামী চারমাসে রেহাই পায়ার সম্ভাবনা তেমন সম্ভাবনা নেই। যদিও দেশের অন্যান্য অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতে বর্ষার পরিমাণ থাকবে স্বাভাবিকের থেকে সামান্য নিচেই। রাজ্যে এবছর ৯৬ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Leave a Reply