সাধারণত পয়লা জুনেই কেরালায় ঢুকে পড়ে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার প্রবেশদ্বার হল কেরালা। তাই সে রাজ্যে কবে বর্ষা ঢুকছে তা জানতে পারলেই বোঝা যায় ভারতে কবে ঢুকছে বর্ষা। গত মঙ্গলবার বেসরকারি সংস্থা স্কাইমেট জানিয়েছিল ৪ জুন ভারতে বর্ষা প্রবেশ করবে। কিন্তু তাদের সঙ্গে দিন মিলল না ভারতের আবহাওয়া দফতরের। মৌসম ভবন বুধবার জানিয়েছে কেরালায় বর্ষা প্রবেশ করবে স্বাভাবিকের চেয়ে ৫ দিন পর।
কেরালায় বর্ষা ঢোকে সাধারণত ১ জুন। কখনও তার আগে হয়। কখনও তার পরেও হয়। এবার তার ৫ দিন পর অর্থাৎ ৬ জুন কেরালায় বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ হবে বলে জানিয়ে দিল মৌসম ভবন। মৌসম ভবনের দাবি, ২০১৫ সাল বাদ দিলে শেষ ১৪ বছরে তাদের পূর্বাভাস বর্ষা ঢোকার ক্ষেত্রে ভুল হয়নি। মৌসম ভবন আরও জানিয়েছে এবার বর্ষা ঢুকছে খুব মন্থর গতিতে। আগামী ১৮, ১৯ মে-র মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের দিকে এগিয়ে আসার অনুকূল পরিবেশ আন্দামান সাগরের দক্ষিণপ্রান্তে তৈরি হবে।
এবার বর্ষা কেমন হতে চলেছে? এবার ‘প্রায় স্বাভাবিক’ বর্ষার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ৯৬ শতাংশ বৃষ্টিপাত দেশ জুড়ে আশা করছে তারা। গত মাসেই অবশ্য এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিল তারা। এদিন সেখানেই স্থির থেকেছে মৌসম ভবনের পূর্বাভাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা