কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বুধবার দিনভর আকাশ রইল মেঘলা। কোথাও কোথাও হাল্কা বৃষ্টিও হয়েছে। মেঘ ডেকেছে দুপুর থেকেই। সব মিলিয়ে জ্যৈষ্ঠের শেষের দিকে পৌঁছে ইদের ছুটিতে দিনটা বেজায় ভাল কাটল সকলের। ছুটির দিন। তায় আবার প্রখর দাবদাহ থেকে মুক্তি। মনোরম পরিবেশ। ফলে ছুটিটা যেন একটু বেশিই ভাল করে কাটালেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ইদের মত উৎসবের দিনটা এমন সুন্দর আবহাওয়া হওয়ায় তাঁরাও উৎসব কাটিয়েছেন আনন্দে।
বাংলাদেশ উপকূলে একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। যা শক্তি বাড়াচ্ছে। ফলে তা নিম্নচাপের আকার নিচ্ছে। এর জেরে বুধবার সকাল থেকেই আকাশ ঢেকেছে মেঘে। শ্রাবণ হলে বলাই যেত আকাশের মুখ ভার। কিন্তু অসহ্য গরমে আর আর্দ্রতার জেরে জেরবার মানুষজন এদিনের আকাশে বেজায় খুশি হয়েছেন। নিম্নচাপটি যে অবস্থায় রয়েছে তাতে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আকাশে জলভরা মেঘ থাকবে। বৃষ্টিও হবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
কেরালায় বর্ষা ঢোকার কথা বৃহস্পতিবার। তার আগে নিম্নচাপের জেরে এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি বলেই মনে করছেন সকলে। আর বর্ষা একবার ঢুকে পড়লে আর্দ্রতার হাত থেকে রেহাই হয়তো মিলবে না, কিন্তু পচা গরম থেকে অবশ্যই রেহাই পাবেন সকলে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে এই নিম্নচাপের জেরে বৃষ্টি পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। বেশি পাবেন বাংলাদেশ লাগোয়া জেলাগুলির বাসিন্দারা। অন্যদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও পশ্চিমাঞ্চলে বৃষ্টি তুলনায় খুবই কম হবে।