এমনিতেই এবার বর্ষা একটু দেরিতেই প্রবেশ করবে বলে জানিয়ে দিয়েছিল মৌসম ভবন। কেরালায় যেখানে বর্ষা ঢোকে মে মাসের শেষ দিন বা জুনের প্রথম দিনে, সেখানে এবার মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল বর্ষা ঢুকতে ৬ জুন হবে। কিন্তু ৬ জুনও বর্ষার লেশমাত্র চোখে পড়েনি কেরালায়। অবশেষে শনিবার ৮ জুন বর্ষা ঢুকল সেখানে। একেবারে আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশের কথা ঘোষণা করল আবহাওয়া দফতর। কেরালা দিয়েই দেশে বর্ষার প্রবেশ হয় প্রতিবছর। এবারও বর্ষা এদিনই ঢুকল দেশে।
শনিবার কেরালা উপকূলে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর জানায় এটা বর্ষার বৃষ্টি। কেরালা উপকূল হয়ে মৌসুমি বায়ু ঢুকে পড়ল ভারতে। সকাল থেকেই কেরালা উপকূলে বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিস জানাচ্ছে এই বৃষ্টি শনিবার রাতের দিকে আরও জোড়াল হবে। মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগর সংলগ্ন এলাকায় প্রভাব বিস্তার করবে দ্রুত। এছাড়া বঙ্গোপসাগরের পশ্চিমপ্রান্তেও ছড়িয়ে পড়বে বর্ষা। বর্ষা দ্রুত ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে আছে বলেও জানিয়েছে তারা।
বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস সংস্থা স্কাইমেট আবার এদিন দাবি করেছে দিল্লিতে বর্ষা ঢুকে পড়বে জুলাইয়ের প্রথম সপ্তাহে। পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশের দিন হিসাবে ৮ জুনকে ধরে নেওয়া হয়। কিন্তু কেরালায় ১ জুন বর্ষা প্রবেশ করলে তখন এই ৮ জুন তত্ত্ব খাটে। এবার তো কেরালাতেই বর্ষা প্রবেশ করল ৮ জুন। ফলে রাজ্যবাসীকে বর্ষার বৃষ্টির জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা