কবে বর্ষা ঢুকবে? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যত গরমে, ঘামে নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে ততই এই প্রশ্ন মুখে মুখে ফিরছিল। আবহাওয়া রিপোর্টের দিকে কড়া নজর রাখছিলেন প্রাণান্তকর গরম আর অস্বস্তিতে জেরবার মানুষজন। এবার আবার কেরালাতেই বর্ষা ঢুকেছে দেরিতে। ফলে রাজ্যে বর্ষার প্রবেশ নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। টানা গরম আর সহ্য হচ্ছেনা। আবার বর্ষারও দেখা নেই। এই অবস্থায় কার্যত অধৈর্য হয়ে উঠেছিলেন তাঁরা। অবশেষে গত ৩ দিন ধরে সন্ধের দিকে শহরে বৃষ্টি নেমেছে। মানুষ কিছুটা হলেও শান্তি পেয়েছেন।
তবে কী বর্ষা ঢুকে গেল? সাধারণ মানুষের এই কাতর প্রশ্নের উত্তরে হাওয়া অফিস অবশ্য জানিয়েছিল এটাও প্রাক বর্ষার বৃষ্টি। তবে বর্ষা দাঁড়িয়ে দোরগোড়ায়। এই সপ্তাহের শেষেই যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তারও ইঙ্গিত দিয়েছিলেন আবহবিদরা। তাঁদের সেই পূর্বাভাস সত্যি হল। বর্ষা এল বঙ্গে। শুক্রবার বর্ষা ঢুকে পড়ল দক্ষিণবঙ্গে। মানুষের এতদিনের প্রশ্নের উত্তর মিলল।
শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘের সঞ্চার হতে শুরু করে। বেলা একটু বাড়লে কালো মেঘে কলকাতার আকাশ ছেয়ে যায়। অনেক জায়গায় দু-চার পশলা বৃষ্টিও হয়। এরপর বৃষ্টি রোদ আর মেঘের লুকোচুরি চলে দিনভর। যা আষাঢ় মাসে হয়ে থাকে। বর্ষার প্রারম্ভ। সেই মেঘে ঢাকা আকাশই এদিন নজর কেড়েছে। এদিকে গত ৩ দিন ধরে সন্ধের বৃষ্টি ও বর্ষার আগমন সেই অসহ্য গরমটাকে অনেকটাই প্রশমিত করেছে। গরম রয়েছে। গুমোট ভাবও রয়েছে। তবে অস্বস্তি তুলনায় অনেকটা কম। এবার ক্রমে রাজ্য জুড়ে জাঁকিয়ে বসবে বর্ষা।