
প্রত্যাশার সমাপ্তি। অবশেষে মঙ্গলবার রাতেই কেরালায় প্রবেশ করল বর্ষা। তবে শুরুতেই বিপত্তি। প্রবল বৃষ্টিতে কাদাধস নেমে মৃত্যু হল এক মধ্যবয়সী ব্যক্তির। এ বছর মাত্রা ছাড়া গরমের জেরে বহু রাজ্যই খরার মুখ দেখেছে। গরমে মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তাই অধীর অপেক্ষা ছিল কবে বর্ষা আসবে সেদিকে। এবার আবার অতি বর্ষার পূর্বাভাসে কৃষক থেকে দালাল স্ট্রিট, সর্বত্রই খুশি বাতাবরণ। মঙ্গলবার রাত থেকেই কেরালা জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। সারারাত চলার পর বুধবার সকাল আরও প্রবল হয় বৃষ্টির তেজ। আহবাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই কেরালায় বৃষ্টি হচ্ছে। ঢুকে পড়েছে বর্ষা। এদিকে টানা বৃষ্টির জেরে কেরালার ইডুক্কি জেলায় কাদাধস নামে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় জোবি জন নামে ৩৬ বছরের এক ব্যক্তির। মৃত্যুর এই মর্মান্তিক খবর বাদ দিলে, কেরালা জুড়ে বর্ষার আগমনে খুশি জোয়ার। বহু মানুষকে এদিন মাঠে বা রাস্তায় নেমে ভিজতে দেখা যায়।