শেষ কয়েকদিনে উত্তর ও উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বিদায় নিল বর্ষা। এমনই জানাল মৌসম ভবন। ঠিক যে সময়ে বর্ষা বিদায় নেওয়ার কথা তারচেয়ে একটু দেরিতেই বিদায় পর্ব সুনিশ্চিত হল। একইভাবে কেরালাতেও দেরিতে বিদায় নিল বর্ষা। সারা দেশের অনেক রাজ্য থেকেই ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে। জুন থেকে দেশে পা দেওয়া বর্ষা বিদায় শুরু হয় সেপ্টেম্বরের শেষ থেকেই। এবার তা আরও একটু বিলম্বিত হল।
ভারতে ৪ মাস থাকে বর্ষা। কিন্তু এই ৪ মাসেও বৃষ্টি ঘাটতি রেখেই কয়েকটি রাজ্য থেকে বিদায় নিল এই বৃষ্টিভেজা সময়। যারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মণিপুর। মৌসম ভবন জানাচ্ছে, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা স্বাভাবিক বৃষ্টি পেয়েছে এবার। অতি বৃষ্টির কোপে পড়ে সিকিম। এখানে ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আবার কম বৃষ্টিতে সবচেয়ে ওপরে জায়গা পেয়েছে মণিপুর। এখানে ৫৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে শেষ ৪ মাসে। তারপরই রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ৩০ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঝাড়খণ্ডের পিছনেই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ২১ শতাংশ কম বৃষ্টি দিয়েই বিদায় নিল বর্ষা।
উত্তর ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি সারা দেশের ছবিটাও পরিস্কার করেছে মৌসম ভবন। দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি পেয়েছে ১৫টি। ১১টি রাজ্যে অতি বৃষ্টি হয়েছে। ১টি রাজ্যে অত্যধিক বেশি বৃষ্টি হয়েছে। আর ৯টি রাজ্যে বৃষ্টির ঘাটতি থেকে গেছে। যারমধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা