জ্যৈষ্ঠের শেষ প্রান্তে এসে ফের ৪০ ডিগ্রি ছুঁল কলকাতা। শনিবার সকাল থেকেই গরমের তেজ টের পাচ্ছিলেন শহরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রার পারদ। এদিনের গরম সহ্য করাই মুশকিল হচ্ছিল পথচলতি মানুষের। সঙ্গে ছিল দরদর করে গাম। মাথার ওপর সূর্য আগুন ঢালছে। জামাকাপড় ভিজে জবজবে। সব মিলিয়ে অনেকেই এদিন রাস্তায় নিস্তেজ অনুভব করেছেন। রোদ থেকে বাঁচতে একটা স্টপেজও বাস ধরেছেন অনেকে। ছাতাও ঠেকাতে পারেনি গরমের ক্লান্তি। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমাঞ্চল থেকে উষ্ণ হাওয়া হুহু করে ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে তরতর করে বাড়ছে তাপমাত্রার পারদ। যা এদিন তাপমাত্রাকে ফের ৪০ ডিগ্রিতে তুলে নিয়ে যায়। এদিকে কেরল সহ দক্ষিণ ভারতের অনেকাংশে বর্ষা শুরু হলেও রাজ্যে বর্ষা ঢুকতে এখনও দিন সাতেক দেরি বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন দিনভর অসহ্য গরমের পর যদিও বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়। আকাশে পাতলা মেঘের সঙ্গে ঠান্ডা হাওয়া খেলেছে শহরে। যা সারা দিনের জ্বলুনিতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে।
Leave a Reply