Kolkata

শনিবার মেঘ রোদের খেলা, কালীপুজোয় ঝলমলে আকাশের আশায় বঙ্গবাসী

গত বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও জেরবার করেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে কালীপুজো, দিওয়ালীর আগের প্রস্তুতি, কেনাকাটা মার খেয়েছে। শুক্রবার ধনতেরাসের দিনও কলকাতা জুড়ে যেভাবে দফায় দফায় ঝেঁপে বৃষ্টি হয়েছে তাতে মানুষ খুব একটা বাড়ি থেকে বার হতে পারেননি। ফলে ধনতেরাসের উৎসব শহরের সন্ধেয় সেভাবে জমতে পারেনি। রাতেও বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। জলও জমেছে কোথাও কোথাও।

শুক্রবার সন্ধে রাতে ঝেঁপে বৃষ্টিতে মানুষের একটাই প্রশ্ন ছিল কালীপুজো বা দিওয়ালী কী তবে ভাসতে চলেছে এবার? যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু উৎসবের প্রথম দিন ধনতেরাস ভেসে যেতেই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে তবে কী এবার কালীপুজোর পালা! শনিবার অবশ্য সকাল থেকে আকাশে মেঘ রোদের খেলা চলেছে। যদিও মেঘের দাপটই ছিল বেশি। তুলনায় রোদের দেখা মিলেছে কমই। কিন্তু বৃষ্টি তেমন হয়নি। বৃষ্টি যে গত ৩ দিনের তুলনায় শনিবার কিছুই হয়নি তা মেনে নিচ্ছেন সকলে।


বৃষ্টি মাথায় করেই বেশ কিছু নামী কালীপুজো তাদের উদ্বোধন সেরে ফেলেছে আগেই। মুখ্যমন্ত্রীও পরপর কালী পুজোর উদ্বোধন করেছেন। শনিবার থেকে কিন্তু শহরের প্রায় সব বারোয়ারি কালীপুজোর প্যান্ডেলই সকাল থেকে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। শহরে বৃষ্টি কমতেই পুজোর মেজাজ চড়তে শুরু করেছে শনিবার থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস নিম্নচাপের এই বৃষ্টি কালীপুজোর দিন আর জল হয়তো ঢালবে না। শনিবারই শেষ। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন থেকে রোদ ঝলমলে আকাশ হবে। হেমন্তের আকাশে এতটুকু কার্পণ্য না করে বাঙালি মেতে উঠতে পারবে কালীপুজোর আনন্দে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button