National

তুষারপাতের অপেক্ষায় উপত্যকা, অধীর আগ্রহে অপেক্ষা করছে দিল্লি

নভেম্বর মাস পড়ে গেছে। শীতের হাওয়ায় কলকাতায় এখনই নাচন না লাগলেও হিমালয়ের কোলে তুষারপাত এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের আবহাওয়া তুষারপাতের অনুকূল হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আর ২ দিনের মধ্যেই দেশের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে তুষারপাত শুরু হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মাহার জোড়া প্রভাবে জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টি ও তুষারপাত শুরু হতে চলেছে। আগামী ৭ নভেম্বর রাতে সবচেয়ে বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওদিনই গুজরাট উপকূলে আছড়ে পড়ার কথা মাহা-র।

ভরা হেমন্তেই জম্মু কাশ্মীরে তুষারপাত শুরু হয়ে যায়। তাই সেদিক থেকে সময় আগতপ্রায়। ফলে শীতের দিন এসে গেছে সেখানে। এবার তুষারপাত হবে। যা সামনের কয়েক মাস ধরেই কমবেশি হবে। অন্য সাজে সেজে উঠবে হিমালয়ের কোলে এই ভূস্বর্গ। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু কখন জম্মু কাশ্মীরে তুষারপাত হবে সেই অপেক্ষায় প্রহর গোনা শুরু করেছেন দিল্লিবাসী। কিন্তু কেন? উত্তরটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক।


আবহাওয়া দফতর বলছে, জম্মু কাশ্মীরে তুষারপাত, বৃষ্টি শুরু হলে দিল্লি সহ আশপাশের এলাকায় যে মাত্রাছাড়া দূষণ ছড়িয়েছে তা অনেকটাই প্রশমিত হবে। আর তা যদি সত্যি হয় তাহলে দিল্লিবাসী হাঁফ ছেড়ে বাঁচবেন। কারণ দিল্লিকেই সবচেয়ে ভয়ংকর দূষণের কোপে পড়তে হয়েছে। এদিকে গত বছর প্রবল তুষারপাত হয়েছে জম্মু কাশ্মীরে। তাই এবারও তেমন একটা সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ব্যবস্থা গ্রহণের কথা প্রশাসনের তরফে ভাবা হচ্ছে। বিশেষত তুষারপাতে জাতীয় ও রাজ্য সড়কগুলি থমকে যায়। এই যোগাযোগ ব্যবস্থাকে যাতে ঠিক রাখা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button