অবশেষে পারদ পড়ল। বিশাল পড়ে গেল এমনটা নয়। তবে এক ধাক্কায় প্রায় আড়াই ডিগ্রির মত কমেছে পারদ। এটা অবশ্যই কলকাতাবাসীর জন্য সুখের খবর। কারণ ডিসেম্বর পড়ে গেলেও দুপুরের দিকে বেশি কাজ করলে ঘাম ঝরছিল। এমনটা কাম্য ছিলনা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা চিল ১৯.১ ডিগ্রি। এক ধাক্কায় এতটা পারদ পতনে ঠান্ডার অনুভূতি মঙ্গলবার স্পষ্ট টের পেয়েছেন শহরবাসী।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল যে পারদ পতন শুরু হবে ডিসেম্বরের প্রথম থেকে। সেটাই হয়েছে। অগ্রহায়ণের মধ্যভাগে পৌঁছে এখনও যদি শীতের আমেজ না আসে তাহলে আর কবে শীত পড়বে? এ প্রশ্ন বারবার করছিলেন শহরবাসী। অবশেষে তাঁদের অনুযোগ মিটল। শীত জাঁকিয়ে না পড়লেও শীতের আমেজটা এল।
কলকাতায় কুয়াশা সেভাবে না থাকলেও কলকাতার বাইরে জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ কাটছে কুয়াশা। কুয়াশার কারণে যান চলাচলেও সমস্যা হচ্ছে। যে কুয়াশার কারণে কদিন আগেই ফারাক্কায় এক ভয়ংকর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে কলকাতায় পারদ পড়ার পাশাপাশি জেলাগুলিতেও পারদ পড়েছে।