
আমজনতার জন্য ভাল খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও চড়বে বলেই জানিয়েছে তারা। এদিন সকাল থেকে তীব্র গরমে হাঁসফাস করছে শহরবাসী। বেলা বাড়ার পর রাস্তায় থাকা দুষ্কর হয়ে পড়ছে। এদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির আশপাশ থেকে নড়ছে না। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের শিকার হতে পারেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষও। তবে সব কিছুর মধ্যে একটাই স্বস্তি। শনিবার বিকেল বা সন্ধেয় কালবৈশাখীর একটা সম্ভবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।