গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী। অস্বস্তিকর গরম চলবে বলেই এদিন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি তাপপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। ঘূর্ণাবর্তের জেরে রবিবার দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম থেকে রেহাই পাননি শহরবাসী। সকাল থেকেই অস্বস্তিকর গরম আর তার সঙ্গে পাল্লা দিয়ে কান্তিকর ঘামে নাজেহাল শহরবাসী। খুব দরকার না থাকলে কেউই এদিন বাড়ি থেকে বার হননি। এদিকে সাতসকালে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে ঘামে নাজেহাল হতে হয়েছে সকলকে। দক্ষিণবঙ্গে এমন অবস্থা হলেও উত্তরবঙ্গের জন্য সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে বর্ষা ঢুকছে বলেই জানিয়েছে তারা। আগামী ৪৮ ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Leave a Reply