ঈশ্বরের মাথা গলছে, আদিবাসীদের বিশ্বাসে ধাক্কা
একটা বিশ্বাস। একটা সংস্কৃতি। যুগ যুগ ধরে বরফে ঢাকা পাহাড়ের উপত্যকায় বহু আদিবাসীর বসবাস। তাঁদের অনেকের বিশ্বাস জড়িয়ে থাকে প্রকৃতির সঙ্গে।
ঈশ্বরের মাথা গলে যাচ্ছে। ক্রমশ তা গলে জল হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? তাঁরা বোঝেন না। তাঁদের কারও মনে হচ্ছে এ এক অভিশাপ! অভিশাপেই ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে ঈশ্বরের মাথা।
আসলে বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে এমন অনেক আদিবাসী থাকেন যাঁরা বিশ্বাস করেন উপত্যকার ঢাল হল ঈশ্বরের হাত-পা। আর পাহাড়ের মাথায় শ্বেতশুভ্র হিমবাহ হল আসলে ঈশ্বরের মাথা। তাঁরা এই ঈশ্বরকে পুজো করেন।
এটা একটা বিশ্বাস। একটা সংস্কৃতি। যুগ যুগ ধরে সাদা বরফে ঢাকা পাহাড়ের জঙ্গলঘেরা উপত্যকায় বহু আদিবাসী বসবাস করছেন। তাঁদের অনেকের বিশ্বাস জড়িয়ে থাকে প্রকৃতির সঙ্গে।
প্রাকৃতিক বিষয় তাঁদের কাছে ঈশ্বরসম। প্রকৃতিকেই নানা রূপে পুজো করেন তাঁরা। ক্রান্তীয় অঞ্চলের হিমবাহ গলে যাচ্ছে। ফলে তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। যা আদিবাসীদের বিশ্বাসে ধাক্কা দিতে শুরু করেছে।
গবেষকরা বলছেন হিমালয় থেকে আন্দিজের মধ্যবর্তী ক্রান্তীয় এলাকার সব হিমবাহই আগামী ১০ বছরের মধ্যে গলে শেষ হয়ে যাবে। যারমধ্যে প্রশান্ত মহাসাগরীয় এলাকার বিভিন্ন দ্বীপের হিমবাহ যেমন রয়েছে তেমনই এশিয়ার ইন্দোনেশিয়ার হিমবাহ বা দক্ষিণ আমেরিকার পেরু বা তানজানিয়ার হিমবাহ, সবই গলছে প্রবল গতিতে। যা কেবল প্রকৃতির ক্ষতিই নয়, একটা চিরাচরিত সংস্কৃতির ওপরও কুঠারাঘাত বলে মনে করছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা