রবিবার মেঘ কেটে সূর্য ওঠার কথা ছিল। অন্তত পূর্বাভাস তাই ছিল। কিন্তু তা হয়নি। বরং রবিবার দিনভর মেঘলা আকাশ তো ছিলই। সেইসঙ্গে এক এক সময় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল। বিকেলের পর কিছুটা আকাশ পরিস্কার হওয়ার ইঙ্গিত মেলে। সোমবার সকালে অবশ্য কুয়াশা কাটতেই ঝলমলে রোদ ওঠে। সেইসঙ্গে সোমবার সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটা পড়েছে। এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি নেমেছে পারদ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আর গত দিনের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। যা শহরবাসীকে আনন্দ দিয়েছে। যদিও দক্ষিণবঙ্গে শীত ক্ষণিকের অতিথি। বেশিদিন ঠান্ডার অনুভূতি স্থায়ী হয়না। ফলে ভরা পৌষে যখন শীতটা থাকে তখন সপ্তাহ শেষে পিকনিকের আয়োজন হয়। অনেকে মিলিত হওয়ার আয়োজন হয়। অথবা কোথাও বেড়াতে যাওয়া হয় পরিবার নিয়ে। কিন্তু গত সপ্তাহের শেষটা এমন বৃষ্টি বিঘ্নিত কেটেছে যে আয়োজন করেও বাতিল করতে হয়েছে অনেককে।
সোমবার রোদ দেখে অনেকেই তাই এ সপ্তাহের শেষে পিকনিক বা গেট টুগেদারের আয়োজনে লেগে পড়েছেন। কিন্তু এ সপ্তাহের শেষটাও সত্যিই এমন ঝলমলে কাটবে তো? একটা প্রশ্ন চিহ্ন বোধহয় থেকেই যাচ্ছে। কারণ ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকছে। নতুন করে। ফলে ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা তুঙ্গে। সপ্তাহের মাঝামাঝি পার করলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এখনই কোনও নির্দিষ্ট পূর্বাভাস জারি হয়নি।