Kolkata

ফিরে এল কী শীত, কতটা পড়ল পারদ

সপ্তাহের শেষের দিকে যে শীত ফের তার খেল দেখাবে তা আগেই পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। আর আবহাওয়া দফতরের সেই পূর্বাভাসকে অক্ষরে অক্ষরে মিলিয়ে শনিবার কলকাতার পারদ পড়ল ৩.১ ডিগ্রি। গত শুক্রবার যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি। সেখানে শনিবার তা নেমে দাঁড়াল ১২ ডিগ্রিতে। এক ধাক্কায় এতটা পারদ পতন এদিন বেশ টের পেয়েছেন কলকাতাবাসী। বেজায় খুশিও হয়েছেন। শনি ও রবিবার চুটিয়ে ছুটি উপভোগের দিন। রবিবার উপরি পাওনা প্রজাতন্ত্র দিবস। প্রায় শীতের শেষে পৌঁছে এখন এই সময়টায় সকলেই বনভোজন থেকে এদিক ওদিক ঘোরাটা সেরে ফেলেন। আর তা যদি এমন উপভোগ্য ঠান্ডায় হয় তাহলে তো কথাই নেই।

কাশ্মীর থেকে হিমাচল প্রদেশে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। বরফ পড়ছে। সেই বরফের ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া বয়ে আনছে উত্তুরে কনকনে বাতাস। যা এ রাজ্যেও ঠান্ডার অনুভূতি এনে দিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে।


সামনের সপ্তাহে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো কাটা মানেই কলকাতা থেকে শীতের বিদায় ঘণ্টা বেজে যাওয়া। অতি ক্ষণিকের শীত। তাই যে কটা দিন সেই শীত উপভোগ করা যায় তা চুটিয়ে করে নেন দক্ষিণবঙ্গবাসী। কারণ এরপর হয় গা জ্বালানো জরম। নয়তো টানা বৃষ্টি। তার আগে এই শীতটা বড়ই আনন্দের। চুটিয়ে আনন্দ করার। তাই তাতে কোনও খামতি রাখছেন না সকলে। শনিবার থেকেই কলকাতায় ছুটির মেজাজ গ্রাস করেছে। বহু মানুষ পরিবার, বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button