গ্রীষ্মের শুরুতেই এবার বর্ষা কেমন হবে জানাল মৌসম ভবন
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে উষ্ণতার পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছেছে। গ্রীষ্মের শুরুতেই এবার বর্ষার পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস।
এবার গ্রীষ্মে ভারতের একটা বড় অংশে প্রবল গরমেরই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গরমে এবার ভারতের স্বাভাবিক তাপমাত্রা ১ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে বলেই পূর্বাভাস।
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে উষ্ণতার পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছেছে। গ্রীষ্মের শুরুতেই এবার বর্ষার পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে এবার স্বাভাবিক বর্ষা হবে ভারতে।
মৌসম ভবন জানিয়েছে, ভারতে বর্ষার দীর্ঘমেয়াদি গড় পরিমাণ হল ৮৮ সেন্টিমিটার। যা ১৯৬১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫০ বছরের গড় বর্ষার ভিত্তিতে পাওয়া গেছে। তার ওপর নির্ভর করেই গড় বৃষ্টির একটা হিসাবে হয়। এবার আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রশান্ত মহাসাগরে এল নিনো দুর্বল অবস্থায় রয়েছে। ফলে এবার না কম, না বেশি বৃষ্টি হবে। হবে পরিমাণমত। ৯৬ থেকে ১০০ শতাংশের মধ্যে ভারতের সব প্রান্তে ঘোরা ফেরা করবে বৃষ্টির পরিমাণ।
ভারতে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এই সময়ে যে বৃষ্টি হবে তা এবার একদম স্বাভাবিক বৃষ্টির পরিমাণ মেনে হবে বলেই পূর্বাভাস। যদিও বর্ষা আসতে দেরি আছে। এখনও পুরো গ্রীষ্মটা পড়ে আছে।
এদিকে এখন দেশ জুড়ে করোনা উদ্বেগ পারদ চড়াচ্ছে। যত দিন যাচ্ছে ততই ভারতে করোনার শিকার বাড়ছে। বর্ষার আগেই কী করোনার সঙ্গে এই লড়াইয়ে ইতি পড়বে? আপাতত এটাই দেশবাসীর সামনে বড় প্রশ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা