সাজগোজ চলছিল গত দু’দিন ধরেই। রবিবারের ঘুম ভাঙা অলস চোখ দেখল ষোলো কলা পূর্ণ হয়েছে। একটানা বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে। আদর্শ রেনি ডে বলতে যা বোঝায় একদম তাই। বিরামহীন বৃষ্টিতে ঘুম চোখ খুলতে এদিন কিঞ্চিত দেরিই হয়েছে শহরবাসীর। না হওয়ার কিছু নেই। দিনটা যে রবিবার। তায় আবার এমন দুর্দান্ত বৃষ্টিভেজা দিন। মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট নয় কী! বেলা গড়িয়েছে ঠিকই কিন্তু আকাশের রং বদলায়নি। বরং ক্রমশ কালো মেঘে ছেয়েছে দিগন্ত। বৃষ্টি কোনও সময়ে বিশ্রাম নেয়নি এদিন। জানলার কাচ বেয়ে গড়িয়েছে মিষ্টি জলের ধারাপাত। শহর ভিজেছে মনের আনন্দে। বৃষ্টি এখন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবার রথ, ইদ। তার আগে এমন বৃষ্টিতে যদিও বিক্রেতাদের মাথায় হাত। বিশেষত খুশির উৎসব ইদকে কেন্দ্র করে বিশাল কেনাকাটা চলে শহর জুড়ে। ইদের আগে এটাই শেষ রবিবার। ফলে ভাল বিক্রিবাটা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন বিক্রেতারা। কিন্তু এমন বৃষ্টি হয়তো তাঁদের সেই আশায় অনেকটাই জল ঢেলে দিল।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
Kolkata
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 4, 2024
রেশন দোকানে পাওয়া যেতে চলেছে নতুন স্লিপ, মুছে যাবে যাবতীয় ভুল বোঝাবুঝি
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply