আংশিক ভারতে তাপপ্রবাহ, পারদ চড়বে ৪৭ ডিগ্রিতে
ভারতের একটা অংশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। অনেক জায়গায় পারদ চড়বে ৪৭ ডিগ্রিতে।
নয়াদিল্লি : ভারতের একটা বড় অংশ জুড়ে যে এবার গরম মাত্রা ছাড়াবে আগেই তার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এবার জ্যৈষ্ঠমাসের মাঝামাঝি পৌঁছে সেই ভয়ংকর গরম পৌঁছতে শুরু করেছে চরমে।
আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে আগামী ৫ দিনে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহ বা অতি প্রবল তাপপ্রবাহ হতে পারে। অনেক জায়গায় পারদ পৌঁছে যাবে ৪৭ ডিগ্রিতে।
দিল্লিতে পারদ ৪৬ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। রবিবারই দিল্লি ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। আগুনে গরমে দিল্লি কার্যত পুড়ছে। প্রবল শুকনো গরম বাতাস বয়ে যাওয়ার ফলেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। এই তাপপ্রবাহের গরম আগামী ২৯ মে পর্যন্ত বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। তারপর থেকে ফের পারদ নেমে ৩৮-৩৯ ডিগ্রিতে ঘোরাফেরা করবে।
তাপপ্রবাহ বলতে বোঝায় ওই স্থানের ওই দিনের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি বেশি গরম। অর্থাৎ পারদ যদি স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বা তার বেশি থাকে তাহলে তাপপ্রবাহ। এই সময় গরম ও শুকনো বাতাস বয়ে যায়।
পশ্চিমবঙ্গেও গত সপ্তাহ পর্যন্ত যথেষ্ট গরম ছিল। আম্ফানের আগমনে সেই উত্তাপ অনেকটাই প্রশমিত হয়। তবে ফের এ রাজ্যের পারদ চড়তে শুরু করেছে। যদিও তা তাপপ্রবাহের ধারেকাছে পৌঁছয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা